খান ইউনিস থেকে ইসরায়েলের পদাতিক বাহিনী সরে যাওয়ার পর বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। স্থানীয় সময় মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ৪২টি মরদেহ। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)-এর মোট ৮ দিনের স্থলাভিযানে অঞ্চলটিতে কমপক্ষে ২৫৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্তত ৩শ’ আহত হয়েছেন এবং ৩১ জন নিখোঁজ রয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনারা চলে যাওয়ায় বাসিন্দাদের অনেকে ফিরতে শুরু করেছেন বিধ্বস্ত এলাকায়। উদ্ধারকর্মীদের পাশাপাশি মরদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয়রাও।
গত সপ্তাহের শেষে, খান ইউনিসের আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে পর্যাপ্ত সময় না দিয়েই শুরু হয় আগ্রাসন। বিমান হামলার পাশাপাশি চলে স্থলাভিযান।
ইসরায়েলের দাবি, দেড়শ’ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে আটদিনের অভিযানে। ধ্বংস করা হয়েছে হামাসের অনেক টানেল ও অস্ত্র। গুড়িয়ে দেয়া হয় অন্তত ৩শ’ ঘরবাড়ি এমনকি কবরস্থানও।
/এআই
Leave a reply