সাম্প্রতিক সহিংসতা: ফুটেজ দেখে অপরাধী চিহ্নিত করছে পুলিশ

|

প্রতীকী ছবি

সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। এসব মামলায় সারাদেশে গেল ১৪ দিনে গ্রেফতারের সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার।

এরমধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন একটি মামলা দায়ের হয়েছে। ২৩ মামলায় নতুন ১২ জনসহ গ্রেফতার ৫৭৮ জন।

রংপুরে সংঘর্ষ-ভাঙচুর-অগ্নিসংযোগের ২২ মামলা চলমান রয়েছে। এসব মামলায় আজ আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ১৪ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।

রাজশাহী মহানগরীতে ১৩ জনকে সহিংসতা-নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৬৯ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো।

পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply