জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জরুল ইসলাম আফেন্দি বলেছেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে আজকের এই জটিল পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকার কর্তৃক জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি বলেন, এখন যাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে তাদের সাথে একসঙ্গে কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন করেছে তারা।
কোটা বিরোধী আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়ার জন্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য ও সরকারদলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে সাম্প্রতিক কর্মকাণ্ডকে অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান অবস্থাকে নির্দেশ করে মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ এই মুহূর্তে গভীর এক সংকটে নিপতিত, অর্থনীতির বেহাল দশা তো আছেই। এসময় বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে সরকারের পদত্যাগ দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
/এমএইচআর
Leave a reply