মানুষ-গণপরিবহন কম, চাপা উৎকণ্ঠা নিয়ে রাস্তায় অফিসগামীরা

|

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় বেরিয়েছেন অফিসগামী মানুষ। তবে, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে চাপা উৎকণ্ঠা রয়েছে। এদিকে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহন কম।

সরেজমিন দু-একটি গণপরিবহন চলতে দেখা গেলেও সড়কে অটোরিকশা, মোটরসাইকেলের চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া মূল সড়ক থেকে সংযোগ সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও হিউম্যান হলারের চলাচল ছিল স্বাভাবিক।

এতে, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বাস না পেয়ে অনেকে সিএনজি বা রিকশায় কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন।

কোথাও কোথাও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের। রাস্তায় মানুষ কম থাকায় রাইড শেয়ারিংয়ের অনেক চালককে যাত্রীর জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply