মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাড়িতে হামলা-আগুন

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা চালানো হয়েছে। তাদের মালিকানাধীন অন্তত ১০টি স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধরা। সোমবার (৫ আগস্ট) এ ঘটনা ঘটে।

শিবচর প্রেসক্লাব, উপজেলা চেয়ারম্যানের বাড়ি, আওয়ামী লীগ কার্যালয়, পৌরভবন, অডিটোরিয়াম, উপজেলা পরিষদসহ বেশকিছু স্থাপনা ভাঙচুর করেছে হামলাকারীরা।

জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার পরেই মাদারীপুর জেলা শহরে আনন্দ মিছিল করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ক্ষুব্ধ জনতা একযোগ শাজাহান খানের দশ তলা বাসভবন ভাঙচুর করে। তখন বাসভবনের পাশে থাকা তার মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, শাজাহান খান সমর্থিত আওয়ামী লীগের কার্যালয়, সার্বিক পরিবহনের কাউন্টারসহ আরও বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বাসভবন ও তার পারিবারিক মালিকানাধীন মাতৃভূমি হোটেল ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়া হয়।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply