২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান মির্জা ফখরুলের

|

ফাইল ছবি

সংসদ ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা শেষে একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। নতুবা দেশে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে।

তিনি বলেন, যারা হামলা করছে তারা আন্দোলনকারী ছাত্র-জনতা নন। বরং বিরোধীতাকারীরাই এখন দেশে ভাঙচুর করছে। দেশবাসীকে প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ন না হওয়ার আহ্বান জানান তিনি।

সবাইকে ধৈর্য ধরে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, যারা বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে; তাদের অভিবাদন জানান ফখরুল। বলেন, শিক্ষার্থীদের ওপর ভরসা আছে বিএনপির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply