৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগান ক্রিকেটার

|

দুর্নীতিতে জড়িয়েছেন, এমন অভিযোগে আফগানিস্তানের ব্যাটার ইহসানউল্লাহ জানাতকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বাইরে থাকতে হবে তাকে। বুধবার (৭ আগস্ট) এমন সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ইহসানউল্লাহ। নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তি কার্যকর হবে। দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছে ইহসানউল্লাহ জানাত, যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট–সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে নিজের বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত।

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ জানাত। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত ১৬টি ওয়ানডে, ৩টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২২ সালে দেশের হয়ে মাঠে নামেন এ আগফান ক্রিকেটার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply