‘পুলিশ লাগবে, ব্যাটারি গলির পোলাপাইন দিয়ে কাজ হবে না’

|

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা হয়েছে। এতে থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়েছে।

বর্তমান এই পরিস্থিতিতে পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেছেন, দেশের পরিস্থিতি ঠিক করতে পুলিশ লাগবে। নয়তো ব্যাটারি গলির পোলাপানের শোডাউন কাজ হবে না। তবে কাদের উদ্দেশ্য করে ব্যাটারি গলির পোলাপাইন বলেছেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি এই নির্মাতা।

অমির জনপ্রিয় কয়েকটি নাটকের একটি ফিমেল। যেই নাটকের কয়েকটি পর্ব সামনে এনেছেন তিনি। সেই নাটকেই ‘ব্যাটারি গলি’ বেশ পরিচিত। যেই গলিকে ঘিরেই এগিয়ে যায় নাটকের গল্প।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে অমি লিখেছেন, গতকাল সারারাত ঘুমাতে পারি নাই, সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে তারা নিশ্চই অফিসে গিয়ে ঝিমাবে, এভাবে কতদিন কে জানে।

এরপর এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে লেখেন, বাংলাদেশে পুলিশ লাগবে, নয়তো প্রতিদিন রাতে ব্যাটারি গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না।

প্রসঙ্গত, বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় রাজধানীতে অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে সড়কে নেমে একত্রিত হয়ে নিজেদের জানমালের নিরাপত্তা দেয়ার চেষ্টা করে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply