গণঅভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: এবি পার্টি

|

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা প্রপাগান্ডা ও সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বেশকিছু ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ এবি পার্টির। এমন অপচেষ্টা বন্ধুত্বের লক্ষ্মণ নয় দাবি করে অবিলম্বে এসব অপপ্রচার বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান এবি পার্টির নেতারা।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ ১০ দফা দাবি তুলে ধরেন।

নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। পরে এই ১০ দফা আহ্বান ও দাবিতে সিঙ্গেল লাইন পদযাত্রা করেছে দলটি। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে তা কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে, আজ সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ করার কথা রয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply