শেখ হাসিনার পদত্যাগের পর বাড়তে শুরু করেছে রেমিট্যান্স

|

শেখ হাসিনার পদত্যাগের পর প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। চলতি মাসের ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার। পরের সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়য়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স পাঠান।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। যদিও জুলাই মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। গড়ে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৮২ লাখ মার্কিন ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কমতে থাকে। শেখ হাসিনার পতনের পর, তা আবারও বাড়তে শুরু করে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply