বাংলাদেশে ‘আরব বসন্ত’ এর মতো অবস্থা করতে পারে যুক্তরাষ্ট্র— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঢাকাকে এমন সতর্কবার্তা দিয়েছিল মস্কো। আট মাসের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি জানালেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই তার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় আরব বসন্তের কথা অস্বীকার করেন রুশ রাষ্ট্রদূত।
গত বছরের ১৫ ডিসেম্বর ‘বাংলাদেশ’ বিষয়ে দেয়া এক বিবৃতি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।
সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলন কি সেই ‘বাংলা বসন্ত’? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
চলমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে বলেও জানিয়েছেন আলেকজান্ডার ভি মান্টিটস্কি। তবে খুব বেশি সময় বিলম্ব হবে না বলেও উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রফতানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রফতানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারি ও বেসরকারিভাবে সার রফতানি সহযোগিতাও অব্যাহত থাকবে।
/এমএন
Leave a reply