ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রাফিক পুলিশের তিন সদস্যের মাঝে ঘুষের টাকা ভাগাভাগি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাস্তায় দায়িত্ব পালনের সময় ঘুষের টাকা ভাগাভাগি করার ভিডিওচিত্রটি ভাইরাল হয় সামাজিকমাধ্যমগুলোয়। এই ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে পুরো ভারতে।
সিসিটিভি ফুটেজটিতে ধরা পড়ে, হাসতে হাসতে ঘুষের টাকা ভাগ করে নিচ্ছেন নয়াদিল্লির ট্রাফিক পুলিশের ৩ সদস্য। রাজধানীর কাছেই গাজিপুর এলাকার পুলিশ চৌকিতে ঘটে এ ঘটনা। যার পুরোটাই রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। তুমুল সমালোচনার মুখে বরখাস্ত করা হয় এই ৩ পুলিশকে। তাদের মধ্যে দুজন এএসআই এবং একজন হেড কনস্টেবল।
শনিবার চেকপোস্টে এক যুবককে আটক করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তারা ইঙ্গিত করেন, টাকা রেখে যাওয়ার। পরে সেগুলো তুলে নিয়ে করেন ভাগ-বাটোয়ারা।
/এএম
Leave a reply