ফরহাদুল ইসলামের পদত্যাগ, এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী

|

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম। সোমবার (১৯ আগস্ট) তিনি পদত্যাগ করেন।

ফরহাদুল ইসলামের পদত্যাগে এনসিটিবির সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলামকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তার নিয়োগ সংক্রান্ত আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply