বিগত শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে অর্থ পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ করেই তা কমে যায়। তবে নতুন সরকার প্রতিষ্ঠার পর, রেমিট্যান্স আসার পরিমাণ বাড়তে শুরু করেছে।
চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, সর্বশেষ সাত দিনে গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। সাধারণত দেশে প্রবাসী আয়ের দৈনিক গড় হচ্ছে সর্বোচ্চ ৭ থেকে ৮ কোটি ডলার। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রেমিট্যান্সের গতি বাড়তে শুরু করেছে।
চলতি মাসের ১৭ দিনে দেশে বৈধপথে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার।
/এটিএম
Leave a reply