ইসরায়েলি আগ্রাসনে আরও একটি ভয়ংকর দিন দেখলো গাজাবাসী। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৩৪ ফিলিস্তিনি। গুরুতর আহত শতাধিক। জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (১৯ আগস্ট) গাজা সিটির আরও একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। মুস্তাফা হাফেজ নামের স্কুলটি ব্যবহৃত হয়ে আসছিলো শরণার্থী শিবির হিসেবে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে দেইর আল বালাহ, রাফাহসহ অন্যান্য অঞ্চলেও। বেসামরিকদের লক্ষ্য করেই চালানো হচ্ছে এসব হামলা।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪০ হাজার। ১০ মাসের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে আহত ৯৩ হাজার ছুঁই ছুঁই।
/এএম
Leave a reply