ছাত্রদের তোপের মুখে অব্যাহতি দিয়ে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রদের তোপের মুখে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির দায় স্বীকার করে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে কর্মস্থল থেকে বিদায় নিলেন এক স্বাস্থ্য কর্মকর্তা। শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীর অব্যাহতি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মকছেদুল মোমিন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী ২০২৩ সালে হাসপাতালে যোগদান করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ভুয়া-বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারী কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

সম্প্রতি হাসপাতালের এক সিনিয়র সেবিকা বদলিজনিত কারণে তার কাছে গেলে তিনি তাকে নানা কৌশলে বাসায় ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে একদল ছাত্র মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান। পরে ঘটনাস্থলে যান জেলার সিভিল সার্জনও।

পরে ছাত্রদের তোপের মুখে পড়ে সিভিল সার্জনের সামনেই তার বিরুদ্ধে আনা সকল দুর্নীতি ও অপকর্মের দায় স্বীকার করেন। একই সাথে স্বেচ্ছায় একটি অব্যাহতি পত্র দেন।

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত ডাক্তার ফজলে বারীকে ভুয়া ভুয়া বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রদের সামনেই সরকারী গাড়ীতে করে কর্মস্থল থেকে বিদায় নিয়ে চলে যান তিনি। অভিযুক্ত ডা. মোঃ ফজলে বারী স্থানীয় সাংবাদিকদের কাছেও নিজের দোষ স্বীকার করে অব্যাহতি নেয়ার বিষয়টি জানান।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী নিজেই তার অপকর্মে দায় স্বিকার করে তিনি আর এই ষ্টেশনে থাকবে না মর্মে অঙ্গিকার দিয়ে চলে গেছেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply