শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।
এনবিআরের আয়কর বিভাগের কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।
চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
এক কর্মকর্তা জানান, কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের আয়-ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ সেলিম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
/এমএমএইচ
Leave a reply