বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা। একইসঙ্গে, চাকরি স্থায়ীকরণের দাবিতেও হয় বিক্ষোভ। আজ বুধবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেন রেলওয়ের কর্মীরা।
এসময় রেশন ও ঝুঁকিভাতা, সব চৌকি ও সার্কেলে আধুনিক অস্ত্র সরবরাহ ও নিয়োগ বিধি সংশোধনসহ ১১ দফা দাবি জানান তারা। অবিলম্বে এগুলো পূরণের দাবিও করেন বিক্ষোভরতরা।
চাকরি স্থায়ীকরণের দাবিতেও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ রেলওয়ের শ্রমিকরা। তাদের দাবি, বারবার এ বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হলেও মেলেনি ফল। তাই দ্রুত সব দাবি মেনে শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবি জানান তারা।
এদিকে, রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ভূমি মন্ত্রণালয়ের সহকারী কমিশনার কার্যালয়ের গাড়ি চালকরা।
/এএম
Leave a reply