দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় থেকে সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের সামনে ধুঁকছে পাকিস্তানি ব্যাটাররা। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ১৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে রয়েছে স্বাগতিকরা।
বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শান্ত। শুরুতেই অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করেন আব্দুল্লাহ শাফিক। হালকা সুইংয়ের কারণে ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় স্লিপ কর্ডনের দিকে। দুর্দান্ত ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির হাসান। বিদায়ঘণ্টা বাজে ১৪ বলে ২ রান করা শাফিকের।
তিনে নামা শান মাসুদকে ফেরাতে বেশ কিছুক্ষণ ধরেই অফ স্টাম্পে ফেলে বল ভেতরে নেয়ার চেষ্টা করছিলেন হাসান ও শরিফুল ইসলাম। অবশেষে তাদের দু’জনের একটা লাইন ধরে বোলিং করার পরিকল্পনা কাজে দিয়েছে। শরিফুলের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় লিটনের গ্লাভসে যাওয়ার আগে বল শান মাসুদের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬ রান।
নিজের পরের ওভারে বাবর আজমকেও ফিরিয়েছেন শরিফুল। বাঁহাতি পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে লেগ সাইডে গ্ল্যান্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। লিটন বাঁ’দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় বাবরকে। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক পাকিস্তান।
/আরআইএম
Leave a reply