রাশেদ খান মেনন গ্রেফতার

|

রাজধানীর গুলশান এলাকা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর নিউমার্কেট থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহতের ঘটনার একাধিক মামলায় সম্প্রতি রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ চব্বিশের নির্বাচনে নৌকা প্রতীকে বরিশাল-২ আসন থেকে বিজয়ী হন রাশেদ খান মেনন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply