টেকনোক্রেট মন্ত্রীরা স্বপদে বহাল, মন্ত্রীসভায় যোগ

|

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করা মন্ত্রীরা আজকের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার সকালে এই প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন,  টেকনোক্রেট মন্ত্রীরা স্বপদে বহাল আছেন। প্রজ্ঞাপন না হওয়া পযর্ন্ত দায়িত্ব পালন করতে পারবেন তারা।
এরআগে  গত ৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মন্ত্রীসভার সিদ্ধান্ত মোতাবেক টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply