দেশের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে চড়-ঘুসি মেরেছেন থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ প্রবিত ওংসুওন। শুক্রবার (২৩ আগস্ট) এ ঘটনায় আনুষ্ঠানিক একটি অভিযোপত্র দায়ের করেন ওই সাংবাদিক। খবর, বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে, ৭৯ বছর বয়সী সাবেক সেনাপ্রধান হেঁটে আসছিলেন। ওই সময় নারী সাংবাদিক দংতিপ ইয়াম্পোপ তাকে প্রশ্ন করছিলেন। উত্তেজিত হয়ে প্রবিত ওংসুওন তাকে সবার সামনে চড় ও ঘুসি মারেন এবং তারপর নিজের গাড়িতে উঠে চলে যান।
উল্লেখ্য, অভিযুক্ত প্রবিত ওংসুওন ২০০০ সালের দিকে থাইল্যান্ডের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। সেই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রবিত ওংসুওন।
/এমএইচআর
Leave a reply