সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামীর ওপর যে জুলুম করা হয়েছে তা অন্য কোনো দলের উপর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার ৯২৩ আগস্ট) দুপুরে নরসিংদীর ব্রাহ্মন্দীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৯ জনের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, একে একে ১১জন দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। শত শত কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে। দুই চোখ খুলে নেয়া হয়েছে। গুলি করে অন্ধ করে দেয়া হয়েছে। হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। কী যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম। কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি জামায়াতে ইসলামী কারও ওপর প্রতিশোধ নেবে না।
তিনি বলেন, প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নেবো না।
অনুষ্ঠানে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
/এনকে
Leave a reply