টিএসসিতে একদিনেই উঠেছে ১ কোটি ৪২ লাখ, অ্যান্টিবায়োটিক না পাঠানোর অনুরোধ

|

ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্তত ১২ জেলা তলিয়ে পানির নিচে। লাখ লাখ মানুষ দিন পার করছে খেয়ে-না খেয়ে। আকষ্মিক এই বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে অনেকেই। কেউ খাবার দিচ্ছেন, কেউ দিচ্ছেন কাপড়। কেউ ওষুধ, কেউ আবার নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সমন্বয় করছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে সাংবাদিকদের ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, একদিনেই তাদের নগদ টাকা উঠেছে এক কোটি ৪২ লাখ টাকার বেশি। কেউ সহায়তা দিতে চাইলে শুধুমাত্র ০১৮৮৬৯৬৯৮৫৯ নম্বরে বিকাশ করার অনুরোধ জানানো হয়।

বলেন, অনেক কিছুই উঠছে, কিন্তু আশ্রয়কেন্দ্রে থাকার জন্য মানুষের পাটি প্রয়োজন। এখন সেটার কিছুটা স্বল্পতা আছে। তাই যারা অনুদান হিসেবে দিতে চান, তারা যেন পাটি দেন।

ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা বলেন, অনেকে ওষুধ পাঠাচ্ছেন। যা এ অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু কেউ কেউ অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিচ্ছেন। যা স্বেচ্ছাসেবকরা কোনোভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া দিতে পারেন না। তাই অ্যান্টিবায়োটিক না পাঠিয়ে সাধারণ সর্দি-কাশি-জ্বরের ওষুধ পাঠানোর আহ্বান জানান তারা।

স্বেচ্ছাসেবকদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলন চিকিৎসক পাঠাচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply