আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সাধারণ আনসার সদস্যদের নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশও দেয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। বিষয়টি সরকার সহানুভূতির সাথে পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার-ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি এ বিষয়ে কাজ করবে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে দাবিগুলোর যৌক্তিক সুপারিশ প্রণয়ন করবে।
/আরএইচ
Leave a reply