ফেনীতে বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এতে বলা হয়, বিজিবি হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞদের নিয়ে জেলার জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে, ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ জন শিশুসহ মোট ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে বিজিবি।
/আরএইচ
Leave a reply