গাজী টায়ার কারখানার আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

|

টানা ১৩ ঘণ্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় লাগা আগুন। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।

এ সময় খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশে বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই এই আগুনের ঘটনা ঘটে। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি স্থানীয়দের।

কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply