সবাই যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা করছে সরকার। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতেও কাজ চলছে। সকালে নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১১টায় হেলিকপ্টারযোগে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সাথে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পরে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। শুধু বন্যার সময় নয়, বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায়ও পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
/এএস
Leave a reply