সংখ্যালঘুদের ওপর আক্রমণের তথ্য বিদেশি মিডিয়ায় বাড়িয়ে প্রচার: ধর্ম উপদেষ্টা

|

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না, তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাতের আধারে কেউ যদি কোনো উপাসানালয়ে আক্রমণ চালায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুর্বৃত্তদের আক্রমণে যে সকল উপাসানালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করার কথাও জানান তিনি।

লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির স্থাপিত হলে মন্দির কর্তৃপক্ষ অনাথ ও বিধবাদের ভরণ পোষণ করবেন বলেও আশা প্রকাশ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। অন্যায়ভাবে দখলকৃত জমি পুনরুদ্ধারে সহায়তা করা হবে বলেও এ সময় জানান তিনি।

তিনি এ-ও বলেন, কোনো ধরনের বিভাজন যেন সুন্দর রাষ্ট্র তৈরি করতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply