দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থাপনা ও পুঁজিবাজার সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সহযোগিতা চাওয়ার কথা জানানো হয়।
এ সময় সারাহ কুক বলেন, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের উন্নয়ন তৎপরতায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। চলমান প্রকল্প ও নানা উদ্যোগে সরকারের সাথে কাজ করবে দেশটি।
বৈঠকে যুক্তরাজ্যসহ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের সম্ভবনা তুলে ধরেন সালেহ উদ্দিন আহমেদ। পোষাক ছাড়া বাংলাদেশ থেকে অন্য পণ্যও নেয়ার আহ্বান জানান তিনি। বিষয়টি তাদের বিবেচনায় থাকবে বলে জানান সারাহ কুক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। তবে এ ব্যাপারে কোনো কথা হয়নি।
/এমএন
Leave a reply