মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের যমুনা টেলিভিশন। এরআগে বিশ্বের ‘সংবাদভিত্তিক’ ইউটিউব চ্যানেলের তালিকায় শীর্ষে ওঠার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল। নিজেদেরই যমুনা ছাড়িয়ে গেলো আরও একবার।
এবার আর সংবাদভিত্তিক চ্যানেলেই নয়, সারাবিশ্বের ‘সব ক্যাটাগরির’ চ্যানেলের সার্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছে সবার ভালোবাসার যমুনার ইউটিউব। র্যাঙ্কে সব ক্যাটাগরি মিলিয়ে শীর্ষ দশে অবস্থান করা চ্যানেলগুলো ‘এ প্লাস প্লাস’ গ্রেডের স্তরে রাখা হয়। বাংলাদেশভিত্তিক কোনো ইউটিউব চ্যানেলের এমন অর্জন এই প্রথম।
এই অগ্রযাত্রায় যমুনা টেলিভিশন পেছনে ফেলেছে সনি মিউজিক ইন্ডিয়া, জি মিউজিক কোম্পানির মতো প্রসিদ্ধ মিউজিক চ্যানেলকে। এছাড়া আলজাজিরা, ফক্স, সিএনএন, এনডিটিভির মতো নিউজভিত্তিক চ্যানেলগুলোও তালিকায় যমুনার চেয়ে পিছিয়ে।
বিনোদন ও সিনেমাভিত্তিক এইচবিও, ফক্স মুভিজও রয়েছে যমুনার পেছনে। ২ কোটি ২৮ লাখ সাবস্ক্রাইবার রয়েছে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটিতে।
উল্লেখ্য, ইউটিউবের এমন অর্জনের সাপেক্ষে পিছিয়ে নেই যমুনার ফেইসবুকও। দেড় কোটিরও বেশি অনুসারী রয়েছে যমুনার ভেরিফায়েড ফেইসবুক পেইজে। ১ লাখের বেশি অনুসারী রয়েছে এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার)। সেইসাথে ইনস্টাগ্রামে অর্ধ মিলিয়ন ফলোয়ার রয়েছে যমুনার।
/এমএইচআর
Leave a reply