যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো মেক্সিকো

|

যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। খবর, রয়টার্স।

লোপেজ বলেন, এই ‘বিরতি’ দূতাবাসগুলোর সাথে, দেশগুলোর সাথে নয়। কূটনীতিকরা মেক্সিকোর স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হলেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাদের (যুক্তরাষ্ট্র ও কানাডা) মেক্সিকোর সার্বভৌমত্বকে সম্মান করা শিখতে হবে। আমরা তাদের কোনো বিষয়ে উপদেশ দেব না, কোনটা সঠিক আর কোনটা ভুল তা বলবো না। তাই আমরা চাই, তারা শ্রদ্ধাশীল হোক।

সম্প্রতি মেক্সিকোর বিচারবিভাগে আনা একটি সংস্কার নিয়ে সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার মন্তব্য করেন। তিনি এই সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মেক্সিকোর গণতন্ত্রের কার্যকারিতার জন্য এটি একটি বড় ঝুঁকি। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র-মেক্সিকো বাণিজ্য সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, মেক্সিকোতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত গ্রায়েম সি ক্লার্ক বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীরা এই সংস্কারের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply