ভারতে জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়েও বেশি শিক্ষার্থীদের আত্মহত্যার হার

|

সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে আত্মহত্যার পরিমাণ বেশ বেড়েছে। অবস্থা এমন হয়েছে, পরিসংখ্যানে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করে গেছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান IC3’র প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্য প্রদেশের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। তবে রাজস্থান এই সূচকে সবচেয়ে এগিয়ে। বাৎসরিকভাবে ভারতীয় শিক্ষার্থীদের আত্মহত্যার এই পরিমাণ ৪ শতাংশ।

জরিপে দেখা যায়, ২০২২ সালে আত্মঘাতীর বেশিরভাগই নারী শিক্ষার্থী। তাদের এমন সিদ্ধান্তের পিছনে মানসিক অবসাদ, পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া, অসুস্থ প্রতিযোগিতা এবং সামাজিক ট্যাবু প্রধান ভূমিকা পালন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply