এ বছর জাপানে নিজ বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার মানুষ

|

বলা হয়ে থাকে মানুষ সামাজিক জীব। তবে জেনে অবাক হবেন, চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে নিজ বাড়িতে একাকী মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ। এদের মধ্যে ৪ হাজার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর ১ মাস পর। এছাড়া ১৩০ জনকে পাওয়া গেছে মৃত্যুর ১ বছর পর। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির পুলিশ।

জাতিসংঘের হিসাব মতে, বর্তমানে পৃথিবীতে জাপানেই সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করে।

পুলিশের দেয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ৬ মাসে ৩৭ হাজার ২২৭ জন নিজ বাড়িতে একাকী মারা গেছেন। তাদের ভেতর ৭০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

জাপান পুলিশের দেয়া তথ্যমতে, ৪০ শতাংশের মৃতদেহ একদিনের ভেতর পাওয়া গেছে। অপরদিকে ৩ হাজার ৩৩৯ জনের মরদেহ পাওয়া পাওয়া গেছে ১ মাস পর। আর ১৩০ জনের মরদেহ খুঁজে পেতে সময় লেগেছে প্রায় ১ বছর।

পুলিশ বলছে, একাকী মৃত্যুর ঘটনা তদন্ত করছে এমন একটি সংস্থাকে তারা তাদের সকল তথ্য উপাত্ত দেবে।

চলতি বছরের শুরুর দিকে জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ জানিয়েছিল, ২০৫০ সালের মধ্যে দেশটিতে একা বসবাসকারী ব্যক্তিদের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply