মালয়েশিয়ায় শিশুসহ পাচারের শিকার ১৩৭ অভিবাসী উদ্ধার

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় শিশুসহ পাচারের শিকার ১৩৭ অভিবাসীকে উদ্ধার করেছে সেদেশের পুলিশ। এছাড়া মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দেশটির গণমাধ্যম সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দুটি ধাপে সারাদেশে এ বছর পাচারবিরোধী অপরাধ অভিযান পরিচালিত হয়। প্রথম দফায় জানুয়ারিতে ৪২টি অভিযান চালানো হয় এবং দেশি-বিদেশি নাগরিকসহ ২৮৫ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মোট ৬৪ জনকে। যাদের মধ্যে ১২ জন পুরুষ, ২২ নারী, ১০ জন ছেলে এবং ২০ জন মেয়ে রয়েছে।

এরপর গত জুনে দ্বিতীয় ধাপে ৩৩টি অভিযান পরিচালিত হয়। এতে ১১৩ জন দেশি-বিদেশি নাগরিককে গ্রেফতার ৭৩ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৫ জন পুরুষ, ২৬ জন নারী এবং ২২ জন কিশোর রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply