মেসির মাঠে ফেরার তারিখ জানালেন মায়ামি কোচ

|

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও রাখেনি সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে। তবে ৪৫ দিন পরে অনুশীলনে ফিরেছেন এই ফুটবল জাদুকর। ইন্টার মায়ামির হয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে এলএমটেনকে।

আজ মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মেসির মাঠে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নতুন মৌসুম শুরু হলেও ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামা হয়নি মেসির। সবার কৌতূহল, কবে ফিরবেন মেসি?

শিকাগোর বিপক্ষে ৪–১ গোলের জয়ের পর মেসির ফেরার তারিখ জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো। পাশাপাশি মেসির প্রতিনিয়ত ফিটনেস ফিরে পাওয়ার কথাও জানিয়েছেন এ আর্জেন্টাইন কোচ। খবর গোল ডটকমের।

শিকাগোর বিপক্ষে ম্যাচ শেষে মার্টিনো বলেন, লিও খুব ভালো করছে এবং অনুশীলনে দলের সঙ্গে সময় কাটাচ্ছে। আমরা ভেবেছি যে এই ম্যাচে সে আমাদের সময় দিতে পারে, আবার এটাও ছিল যে পরের ১৫ দিনের মধ্যে বিবেচনা করাটা ভালো হতে পারে। আমরা এ বিষয়ে আলাপ করেছি এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দ্বিতীয় বিকল্পটাই বেশি ভালো। ফলে আমরা এখন তাঁকে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানোর লক্ষ্য স্থির করেছি।

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়। গত দেড় বছরে মেসিকে ৯০ মিনিটের আগে বহুবার মাঠ ছাড়তে দেখা গেছে। বয়সের সঙ্গে বাড়ছে মায়ামি তারকার চোটও।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply