ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

|

ভোলা প্রতিনিধি:

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো: গোলাম মোস্তফার ছেলে বাহাদুর ডাকাত বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং একই উপজেলার রাজাপুর ইউনিয়নের আবুল কামালের ছেলে বাহাদুর ডাকাতের সহযোগী ইকবাল হোসেন (২৬)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, সোমবার গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ভোলা সদরের মেঘনা নদীর বঙ্গের চরে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ‘বাহাদুর ডাকাত’-এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেই আস্তানায় চিরুনি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বাহাদুর বাহিনীর প্রধান ও তার এক সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও জানান, দুই ডাকাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply