নাটোরে সাবেক এমপি, ডিসি-এসপিসহ ১৩১ জনের বিরুদ্ধে মামলা

|

সাবেক ডিসি (বাঁয়ে), এমপি ও এসপি (ডানে)

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গুলি করার ঘটনায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা ও সাবেক পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ১৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একশো জনকে অভিযুক্ত করে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গুলিবিদ্ধ শিক্ষার্থী ফরহাদ হাওলাদারের মা ফাতেমা বেগম বাদি হয়ে এজাহারটি দায়ের করেন। এদিকে প্রথমে এজাহার নিতে পুলিশ অপারগতা প্রকাশ করলে শিক্ষার্থীরা সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে এজাহারটি গ্রহণ করে পুলিশ।

বাদির অভিযোগ, গত ১৮ জুলাই শহরের মাদরাসা মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে চড়াও হয় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা। হামলায় ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থী ফরহাদ পাশের একটি শোরুমে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে টেনে বের করে গুলি করে পুলিশ।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply