বিশ্বের প্রথম ট্রিলিওনিয়র হতে যাচ্ছেন ইলন মাস্ক

|

২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিওনিয়র হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইনফর্মা কানেক্ট একাডেমি নামের একটি সম্পদের হিসাব সংগ্রহকারী সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিশ্বে তিন হাজারের কিছু বেশি বিলিয়নিয়র থাকলেও এখন পর্যন্ত ট্রিলিয়নিয়রের খাতায় নাম লেখাতে পারেননি কেউ। তবে মার্কিন এই ধনকুবেরের সম্পদ যে গতিতে বাড়ছে, সেই তালিকায় নাম উঠতে খুব বেশি সময় লাগবে না তার।

বৈদ্যুতিক গাড়ি ‘টেসলা’, প্রাইভেট রকেট কোম্পানি ‘স্পেসএক্স’ ও সামাজিকমাধ্যম ‘এক্স’-এর স্বত্বাধিকারী ইলন মাস্কের বার্ষিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্রায় ১১০ শতাংশ হারে। সম্প্রতি ইনফর্মা একাডেমির ট্রিলিয়ন ডলার ক্লাবের রিপোর্টে বলা হয়, আড়াইশ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী।

এ তালিকায় আরও আছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি, টেক ফার্ম ‘এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার শিল্পপতি প্রজোগো পাঙ্গেস্তু। ধারণা করা হচ্ছে, ২০২৮ সাল নাগাদ ট্রিলিয়ন ডলার ক্লাবের সদস্য হবেন তারাও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply