এবারই কি বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স ব্রাজিলের? বাছাই পর্ব শেষে ব্রাজিলের অবস্থান কোথায় থামবে? কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎবানী শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াচ্ছে ব্রাজিলের জন্য। র্যাঙ্কিংয়ে নিচু সারির দল প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বাছাই পর্বে ৫ নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।।
ব্রাজিল দলের বর্তমান অবস্থা শোচনীয়। তবু বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দরিভাল বলেছিলেন, ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলবে এই নিয়ে তিনি নিশ্চিত। বাছাইপর্বে বেশ কঠিন অবস্থায় সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলার ঘোষণাটা আগেভাগে দিয়ে দারুণ বিপাকে ব্রাজিলের কোচ।
দরিভাল জুনিয়র বলেছিলেন, আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।
২০২৬ ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলে ৪টি তে হার। দরিভাল জুনিয়রের সামনে এক পর্বতসম বাধা।দরিভাল জুনিয়র বলেন, প্রত্যাশাটা খুব ইতিবাচক ছিল যে আমরা আরেকটু ধারাবাহিক খেলতে পারবো। কিন্তু নিজের সেরাটা দেয়ার চেষ্টা সব সময় সফল হয় না। এজন্য কোনো খেলোয়াড়কে দোষ দিতে চাই না। তবে আমাদের বুঝতে হবে, যে পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করছি সে জন্য আরও বেশি নিংড়ে দিতে হবে। ব্যাপারটা সহজ নয়। কাজটা কঠিন। কিন্তু সেখানে পৌঁছাতে আমাদের কাজ করতে হবে।
দীর্ঘদিন ধরে দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে কবে ফিরবেন জানা নেই কোচের। তবে কি নেইমারই হবেন ব্রাজিলের দুঃসময়ের কাণ্ডারী? এ প্রসঙ্গে দরিভাল জুনিয়র বলেন, সবার আগে তাকে ক্লাবের দলে ফিরতে হবে। তার আগ পর্যন্ত আমাদের কিছুই করার নেই। আমরা নেইমারের পরিস্থিত বোঝার চেষ্টা করছি। তার সুস্থতার আশায় আছি। কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
আপাতদৃষ্টিতে বিশ্বকাপ নিয়ে যদিও অনিশ্চয়তা আদতে নেই কোন ভয়। কেননা এবারের বিশ্বকাপ হবে ৪৮ দলের যেখানে ল্যাটিন আমেরিকা থেকে ৭ দলের সুযোগ থাকবে বিশ্বকাপ খেলার।
/আরআইএম
Leave a reply