বৃহৎ বটবৃক্ষের স্বীকৃতি হারালো হাওড়ার বোটানিক্যাল গার্ডেন

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

পৃথিবীর বৃহত্তম গ্রেট বানিয়া ট্রি বা বৃহৎ বট বৃক্ষের তকমা হারালো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যান যা পূর্বে বোটানিক্যাল গার্ডেন নামে বেশি পরিচিত ছিল।

১৯৮৪ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা গ্রেট বানিয়া ট্রি বা পৃথিবীর বৃহত্তম বটবৃক্ষের মুকুটটি এখন এই জাতীয় উদ্যান থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। কারণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার থিন্নাম্মাপুরে অবস্থিত একটি দৈত্যাকার বাটগাছ সেই স্বীকৃতি পেয়েছে।

হাওড়ার বোটানিক্যাল গার্ডেন উদ্যানের আধিকারিক ড. দেবেন্দ্র সিং বলেন, আয়তনের ওপর ভিত্তি করে ১৯৮৪ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের প্রায় ২৫০ বছরের পুরনো ‘দ্য গ্রেট বনিয়ান ট্রি’ হিসাবে যে মুকুটটি দেয়া হয়েছিল, তা এখন আর নেই। তা ছিনিয়ে নিয়েছে অন্ধ্র রাজ্যের বিশাল এক বটগাছ। তবে এটি শুধুমাত্র আয়তনের দিক থেকে, যেখানে আমরা যদি তাদের শাখাগুলি দেখি তবে এই পার্কের বিশাল বাট গাছটির ৫০০০ এর বেশি শাখা রয়েছে।

অন্য দিকে অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাল বটবৃক্ষটি জঙ্গলে রয়েছে। আর তাদের শাখা প্রশাখা সংখ্যা ৫ হাজারের কম। অতএব আমাদের একটি বৈজ্ঞানিক দল অন্ধ্রপ্রদেশের এই বিশাল বটগাছ সম্পর্কে এলাকা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে এই মাসে রওনা হবে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই বাগানের দৈত্যাকার বাট গাছটি পুনরায় প্রবেশ করে মুকুটটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আবারও আবেদন করব।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply