দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর প্রথম পর্বে এই ক্লাব ইউরোপিয়ান ফুটবলে যেভাবে প্রভাব বিস্তার করতো, সেই ধার এখন মরীচিকা হয়ে গেছে ওল্ড ট্র্যাফোর্ডের বাতাসে। দ্বিতীয়বার এসে রোনালদো বেশিদিন খেলেননি এখানে। পাড়ি দিয়েছেন সৌদিতে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এ পর্তুগিজ সুপারস্টার এবার জানালেন তার সাবেক ক্লাবের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি। সম্প্রতি রিও ফার্ডিনান্ড পডকাস্টে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড়ানোর পথ দেখালেন সিআর সেভেন।
রোনালদো বলেন, আমার মতে, তাদের সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে। পুনর্গঠনে ক্লাবের সময় প্রয়োজন। এটা এখনও বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, কিন্তু তাদের পরিবর্তন দরকার। এটাই যে একমাত্র পথ, সেটা তারা বুঝতেও পারছে। আমি বিশ্বাস করি, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বিশ্বাস, তারা কেবল মেধার ওপর ভরসা করছে না। তাদের গোড়া থেকে পুনর্নির্মান করতে হবে। নয়তো, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, অসম্ভব হয়ে পড়বে।
কোচ টেন হাগের কড়া সমালোচনা করে সিআর সেভেন বলেন, কোচ বলেছেন যে, তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না যে, লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়াই করতে পারবেন না।
এদিকে মৌসুম শুরুর আগে সহকারী কোচ হিসেবে ক্লাবের সাবেক ফুটবলার রুড ফন নিস্টলরয়কে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোনালদো।
উল্লেখ্য, ২০১২-১৩ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৮ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগও জেতেনি ক্লাবটি।
/এমএইচআর
Leave a reply