শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন, তা জানে না অন্তর্বর্তী সরকার। দেশটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখন পর্যন্ত জানতেও চাওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। ওইদিনই তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ওই সময় বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীর কাছে ‘ডিপ্লোম্যাটিক/অফিশিয়াল’ পাসপোর্ট ছিল। সে সুবাদে তিনি সর্বোচ্চ ৪৫ দিন (দেড় মাস) কোনও ভিসা আবেদন ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। উল্লেখ্য ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।
৪৫ দিন পার হলে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে অবস্থান করবেন, এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন। আমাদের এটা সেভাবেই দেখতে হবে।
/এমএন
Leave a reply