আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু বৃহস্পতিবার

|

আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হচ্ছে। ৬৮টি দলের অংশগ্রহণে এই বিতর্ক উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটির ডিবেটিং ক্লাব নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার শুরু হয়ে এই বিতর্ক প্রতিযোগিতা চলবে শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত। এই প্রতিযোগিতায় বাংলা বিভাগে ৪০টি ও ইংরেজি বিভাগে ২৮টি দল অংশ নিচ্ছে।

বাংলায় পরি সেমিফাইনালে উঠতে প্রতিটি দলকে ৫টি প্রি সেমিফাইনালের মুখোমুখি হতে হবে। ইংরেজি বিভাগেও একইভাবে ৫টি রাউন্ড থাকবে। প্রতিযোগিতার শেষ দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply