ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানালো পাকিস্তান

|

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই দাবি জানান তিনি। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের।

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ‘শান্তির জন্য নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। জম্মু-কাশ্মিরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতেও তিনি নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, আমরা যে ‘প্যাক্ট ফর ফিউচার’ চুক্তির অনুমোদন দিয়েছি, সেটি রক্ষা করা আমাদের দায়িত্ব। নয়তো ভবিষ্যৎ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে।

তিনি আরও বলেন, প্রথমেই তাই আমাদের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে। ইসরায়েলের ওপর বাণিজ্যসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে বলেও জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply