চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, সেশনজট, করোনাসহ নানা কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশে তারা বলেন, চাকরি চান না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চান। চাকরিতে আবেদনের বয়সসীমা বর্তমানে ৩০। এটাকে অযৌক্তিক ও বৈষম্য বলছেন আন্দোলনরতরা।
তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা ৩৫ না করলে বৈষম্য থেকেই যাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন, দ্রুত বয়সসীমা বাড়ানোর বিষয়ে যেন নোটিফিকেশন দেয়া হয়। তা না হলে রাজপথে তাদের আন্দোলন চলবে।
সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না।
/এটিএম
Leave a reply