যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। ইরানের অবকাঠামোর ওপর কোনো হামলা হলে কঠোর প্রতিশোধ নিতে শতভাগ প্রস্তুত দেশটির সশস্ত্র বাহিনী। এমন মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আব্বাস বলেন, যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না তেহরান কিন্তু যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত দেশটি। এরইমধ্যে শনাক্ত করা হয়েছে সকল গুরুত্বপূর্ণ টার্গেট। দেশটির সশস্ত্র বাহিনীও শতভাগ তৈরি আছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিম এশিয়ার দেশ ইরান। ইসরায়েলও এই হামলার জবাব দেবে বলে হুঁশিয়ারি দেয়।
/এএম
Leave a reply