রাষ্ট্রপতি অপসারণ: ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’

|

ফাইল ছবি।

রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কোনও সময় বেঁধে দেয়া হচ্ছে না। দেশের সুবিধা বুঝে সময় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের উদ্দিন পাটোয়ারী। শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির সাথে রাষ্ট্রপতি অপসারণ, সেকেন্ড রিপাবলিক ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের কথা শুনেছে। দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনার পর দলটি তাদের সিদ্ধান্ত জানাবেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামি ও ইসলামি আন্দোলনের সাথেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত একমত পোষণ করেছে। আগামীকাল গনতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের সাথে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply