তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

|

নাটোর, কুষ্টিয়ায় ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

পুলিশ জানায়, নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক বড়াইগ্রামের গুনাইহাটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২ জন নিহত হন। আহত হন শিক্ষার্থীসহ আরও অন্তত ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন। একই জেলার দুটি আলাদা স্থানে এক এসআইসহ আরও ২ জন নিহত হয়েছেন। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কে, ফেনীতে দুর্ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply