লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমিয়া’তে দুটি পৃথক স্থানে দুই সাংবাদিককে গুলি করে হত্যা হয়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিহত দুই সাংবাদিকের একজনকে কোলিমিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই সাংবাদিকের নাম প্যাট্রিসিয়া রামিরেজ। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, নিহত এই সাংবাদিক একটি পত্রিকার বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করতেন।
গত মঙ্গলবার মেক্সিকোতে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদককে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই গুলি করে হত্যা করা হয় প্যাট্রিসিয়াকে। এভাবে সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে বেড়েছে নিরাপত্তাহীনতা। সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে মেক্সিকো একটি।
ক্লডিয়া শিনবাউম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিক হত্যার ঘটনা এটাই প্রথম। চলতি মাসের শুরুতেই দেশটির প্রেসিডেন্ট পদে বসেন শিনবাউম। তিনি সহিংসতা ও অপরাধ দমনের কথা বলে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
কোলেমিয়া রাজ্যের প্রসিকিউটর দফতর জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারে নিহত ওই সাংবাদিকের নাম মৌরিসিও ক্রুজ। তাকে সহিংসতায় জর্জরিত পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের উরুপান শহরে গুলি করে হত্যা করা হয়।
তিনি মিনুটো-এক্স-মিনুটো মিচোয়াকান নামের একটি অনলাইন নিউজ পোর্টালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি তার ফেসবুক পেইজে সাংবাদিকদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে একটি ভিডিও পোস্ট করেছিলেন।
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ড্রাগ ডিলারদের আধিপত্য থাকায় সেখানে প্রায়ই সহিংসতার খবর পাওয়া যায়। যদিও নতুন প্রেসিডেন্ট মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের নীতি অনুসরণের কথা জানিয়েছেন।
/এআই
Leave a reply